পুজো বিহীন অক্ষয় তৃতীয়া
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: আজ 26শে এপ্রিল অক্ষয় তৃতীয়া। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয়, তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ। আর যদি খারাপ কাজ করা হয় তাহলে পাওনা হয় অক্ষয় পাপ। তাই বিশেষ করে এইদিন খেয়াল রাখতে হয়, ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায়। যেহেতু এই তৃতীয়ার সমস্ত কাজ অক্ষয় হয়ে থাকে, তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় খুব সতর্ক ভাবে। আজকের এই বিশেষ দিনের কয়েকটি তাৎপর্যপূর্ণ ঘটনা হলো.... বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আজকের এই দিনে জন্ম নেন, আবার এইদিন ই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে, আজকের এই দিনে সত্যযুগ শেষ হয়ে ক্রেতা যুগের সূচনা হয়, এদিনই গণপতি গণেশ বেদব্যাস এর মুখ নিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন, আবার এইদিন এ শ্রী কৃষ্ণা পরিত্রাতা রূপে দ্রৌপদীকে রক্ষা করেন। হিন্দু ও জৈন ধর্মাবলমবিদের কাছে অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। কিন্তু কোরোনার ভয়ানক পাদুরভাবের দরুন আজকের এই শুভ দিন কেমন যেন বিলীন হয়ে গেলো এইবছর। না হলো পয়লা বৈশাখ, না হলো অক্ষয় তৃতীয়া। কোরোনার জেরে সবই আজ বন্ধ। শেষ কবে এমন অক্ষয় তৃতীয়া কেটেছিল বাঙালির, সেটা হয়তো কারোর মনে নেই।
No comments