শিলিগুড়ির বিভিন্ন এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল
নিউজ অনলাইন: উত্তরবঙ্গ সফরে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দল এদিন দুটি টিমে ভাগ হয়ে পরিদর্শনে বের হন। একটি টিম শহর শিলিগুড়ির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। অপর একটি টিম দার্জিলিং এর উদ্দেশ্য রওনা হয়। এদিন শিলিগুড়ির দলটি প্রথমে ডিসান হাসপাতাল যায়। এবং সেখানে হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। এরপর তাঁরা শিলিগুড়ি পুরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডে যান। এবং সেখানে কনটেনমেন্ট জোন ঘুরে দেখেন তাঁরা। এরপর সোজা চলে যান বাগডোগরার কমলপুর চা বাগানে এলাকায়। গোটা চা বাগান এলাকা পরিদর্শন করেন তারা। এরপর কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য অজয় গাঙ্গোয়ার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে আমরা গোটা এলাকা পরিদর্শন করছি। এবং তার রিপোর্ট পাঠানো হবে।
No comments