প্রতিবেশী মহিলার সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে গ্রেফতার যুবক
সৌভিক সরকার, নিউজ অনলাইন: ঘটনাটি ঘটেছে জেলা উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার পৃথিবা কইপুত্র পাড়ায়। সূত্র ধরে জানা যায় দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক বিবাহিত মহিলার সাথে সুদেব বারিক নামে ত্রিশ বয়স এক যুবক শারীরিক সম্পর্ক চালাতো।সেই কারণে ওই বিবাহিত মহিলা তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে, যখন পাড়ায় জানাজানি হয় তখন সুদেব বারিক অস্বীকার করতে থাকে । তখন ওই মহিলা হাবরা থানা পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করে, তার ভিত্তিতে সুদেব বারিককে গ্রেফতার করে। আজ বারাসত আদালতে পাঠানো হয়।
No comments