করোনা প্রতিরোধে গ্রামে ঢোকার মুখে দেওয়া হল বাঁশের ব্যারিকেড
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: করোনাভাইরাস এর সংক্রমন ঠেকাতে রাজ্য তথা জেলার নানা প্রান্তের ন্যায় পূর্ব বর্ধমান এর কৈয়র অঞ্চলের অন্তর্গত বড়ো গোপীনাথপুর গ্রামেও এগিয়ে এলেন গ্রামবাসীদের কিছু কেমন মানুষ। গ্রামে ঢোকার দুই দিকে রীতিমতো বাঁশের ব্যারিকেড দেওয়ার মতো সিদ্ধান্ত নেন। যাতায়াতকারী স্থানীয় ও বহিরাগত দের নাম, ঠিকানা ও যাতায়াতের কারণ লিখে রাখাও হচ্ছে।
No comments