কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রামে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: সোমবার বিকেলে কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রামে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাম্ভন ট্রাস্টের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিলো দুঃস্থ মানুষদের খাদ্যসামগ্রীদান।এদিন বৃন্দাবনচক অঞ্চল এলাকার কয়েকশ মানুষকে তুলে দেওয়া হয় কাঁচা আনাজ থেকে খাদ্যসামগ্রী।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাম্ভন ট্রাস্টের রাজ্যসম্পাদক শ্রীধর মিশ্র,ব্রাম্ভনট্রাস্টের কষাধক্ষ্য মৃত্যুঞ্জয় চক্রবর্তী,বৃন্দাবনচক পঞ্চায়েতের প্রধান হিমাংশু নায়েক সহ বিশিষ্টজনেরা।এদিন এইসমস্ত সামগ্রীর পাশাপাশি লকডাউন মেনে বাড়িতে অবসর কাটানোর জন্য দেওয়া হয় লুডো ও বাচ্চাদের জন্য বল।
No comments