Recent comments

ads header

Breaking News

শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত শান্তিপুর ২ নম্বর অঞ্চলের দাড়িয়ালা গ্রামে নেতাজী সংঘ ও যুবগোষ্ঠী ক্লাবের যৌথ উদ্যোগে গ্রামবাসীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:  শহীদ মাতঙ্গিনী ব্লক এর অন্তর্গত শান্তিপুর 2 নম্বর অঞ্চলের দাড়িয়ালা গ্রামে নেতাজী সংঘ ও যুব গোষ্ঠী ক্লাবের যৌথ উদ্যোগে 
এই করোনা ভাইরাস (COVID-19) মোকাবিলায় এই লক ডাউন পরিস্থিতিতে সমাজের লকডাউনে দুস্থ এবং পিছিয়ে পড়া 100 টি পরিবারের হাতে  চাল,ডাল,  আলু, সোয়াবিন , পেঁয়াজ,চাওমিন,ডিম,ময়দা ও সবজি তুলে  দেওয়া হল,  উপস্থিত ছিলেন শহীদ মাতঙ্গিনী ব্লকের যুবনেতা দেব জিৎ প্রামানিক , এছাড়া উপস্থিত ছিলেন যুব গোষ্ঠী ক্লাবের সম্মানীয় সভাপতি উত্তম প্রামানিক ও সহ-সভাপতি সৈকত মন্ডল এবং ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ,তৎসহ ক্লাব সংলগ্ন রেশন দোকান,হাই স্কুল,প্রাইমারি স্কুল সমস্ত ভূষিমাল  দোকান স্যানিটাইজ করা হলো এবং আগামী দিনে আরো, মানুষের সাথে,মানুষের পাশে  থাকার আশ্বাস দিলেন শহীদ মাতঙ্গিনী ব্লকের  যুব নেতা দেবজিৎ প্রামাণিক।

No comments