মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মাঝের গ্রামের তৃণমূলের উদ্যোগে গ্রামবাসীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: অতিমারির গ্রাসে সারা পৃথিবী থমকে গেছে এক লহমায়। যে যেখানে আছেন, সেখানেই এখন আটকা পড়ে থাকতে হবে। কবে যে মারণ রোগের প্রকোপ কমবে, আবার কবে ফিরে পাবে সবাই তাদের সাধারণ জীবন যাপন করার সুবিধা, কারোর কাছেই নেই তার খবর। এমত অবস্থায় সাধারণ দরিদ্র মানুষ হয়ে পড়েছে অসহায়। এই অসহায়, দরিদ্র মানুষদের স্বার্থে এগিয়ে এলো পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মাঝের গ্রামের তৃণমূল কর্মীরা। এদিন প্রায় 181 জন পরিবারের হাতে তুলে দিলো 5 কেজি করে চাল এবং এক লিটার সরিষার তেল।
No comments