বসিরহাটে লকডাউন অমান্য করা বাজার গুলিতে র্যাফ ও সশস্ত্র পুলিশের হানা
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে বসিরহাট নতুন বাজার, পুরাতান বাজার, ময়লাখোলা খোলাপোতা ও মাটিয়া বাজার গুলিতে টহল শুরু হয়েছে। বেশ কিছু বাজারে মানুষ জমায়েত করে শারীরিক দূরত্ব বজায় না রেখে লকডাউন অমান্য করে ভিড় জমাচ্ছিল, তাই এবার কঠোর হলো প্রশাসন। সকাল থেকে পুলিশ ও র্যাফ বাজার গুলি সহ রাস্তায় টহল শুরু করেছে। বসিরহাটের এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র, বসিরহাট থানার আইসি প্রেমাশিষ চট্টরাজের নেতৃত্বে পুলিশ জমায়েত সরাতে কঠোর মনোভাব নিচ্ছে। হাতেনাতে বেশ কয়েকজনকে পাকড়াও করেছে। ইতিমধ্যে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা আগেই ঘোষণা করে দিয়েছিলেন। তারপর শুরু হল শহর ও শহরতলির বাজারগুলোতে পুলিশ ও র্যাফের টহল।
No comments