সোশ্যাল ডিস্ট্যান্সিং এর বিধি শিকেয় তুলে বালুরঘাট শহরে চলছে উজালা গ্যাস সিলিন্ডার বিলির কর্মসূচি
নিউজ অনলাইন, বালুরঘাট : সরকারের তরফে বার বার বলা হচ্ছে করোনা ভাইরাস থেকে দূরে থাকতে সোশ্যাল ডিসটান্স আচরন বিধি মেনে চলুন। কিন্তু কে কার কথা শোনে। সেই সোশ্যাল ডিসটান্সের আচরন বিধিকে তুড়ি মেরে উড়িয়ে বালুরঘাট শহরে চলছে উজালা গ্যাস সিলিন্ডার বিলি করন কর্মসূচি।
আজ দুপুরে বালুরঘাট শহরের থানা থেকে ঢিল ছোড়া দুরত্বে থাকা পুরসভার অফিসের পাশে অবস্থিত একটি গ্যাসের দোকান থেকে উজলা গ্রাহকদের মধ্যে বিলি করা হতে দেখা গেল এই উজলা গ্যাস সিলিন্ডার।
জানা গেল আজ ২০০ জন গ্রহিতাকে এই গ্যাসের সিলিন্ডার বিলি করা হবে।
No comments