বীজপুর থানার তৎপরতায় গ্রেফতার একাধিক লক ডাউন অমান্যকারী
সৌভিক সরকার: করোনা ভাইরাস প্রভাব যাতে কোনভাবেই না ছড়ায় সেইজন্য সরকারের তরফ থেকে লকডাউন করা হয় গোটা দেশজুড়ে। সেই লকডাউন অমান্য করে বীজপুর জুড়ে চলছে একাধিক টোটো, মোটর বাইক। একাধিক জায়গায় দেখা গেছে দোকানপাট খোলা। অবশেষে বীজপুর থানার তৎপরতায় গ্রেপ্তার করা হল ১৬ জন অভিযুক্ত। অভিযুক্তদের IPC-188 ধারায় গ্রেফতার করা হয়।
No comments