ব্যারাকপুরে সাংসারিক অশান্তির জেরে স্ত্রীকে কুপিয়ে নিজে আত্মঘাতী স্বামী
সৈকত গাঙ্গুলী, ব্যারাকপুর: সাংসারিক অশান্তির জেরে নিজের স্ত্রীপম্পা ধর কে কুপিয়ে স্বামী রাজেশ ধর কীটনাশক খায় এবং নিজের মেয়ে শ্রেষ্ঠ ধরকে কীটনাশক খাইয়ে দেয়। ব্যারাকপুর সুকান্তপল্লী ঘটনা। শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পম্পা দেবীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামী মারা গিয়েছে। ঘটনাস্থলে টিটাগড় থানা পুলিশ।
https://youtu.be/KFDUlmOt-RI
No comments