Recent comments

ads header

Breaking News

হালিশহরে চারদিন ধরে জল বন্ধ, ক্ষিপ্ত এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি: হালিশহর 5 নম্বর ওয়ার্ড জানকি মুখার্জী পবন তলা রোড সংলগ্ন এলাকায় মাটির তলার পাইপ রাস্তার উপরে বসানো কে কেন্দ্র করে চারদিন ধরে জল বন্ধ ওই এলাকায়। এর ফলে ক্ষিপ্ত হয়ে যায় এলাকার বাসিন্দারা। এ বিষয়ে হালিশহরের বিজেপির মন্ডল সভাপতি জানান শাসকদল কাজের নামে মানুষকে হয়রানির মধ্যে ফেলছে। তবে মানুষের জন্যই কাজ হচ্ছে জলের সুয়ারেজের কাজ চলছে এমনই জানান শাসকদলের জল বিভাগের তৃণমূল কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস।


No comments