Breaking News

ফের কাঁচরাপাড়ায় অটো মারুতি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক স্বর্ণদ্বীপ সূত্রধর: কিছুদিন আগেই কাঁচরাপাড়া থেকে ফেরার পথে অটো উল্টে  মৃত্যু হয়েছিল এক মহিলার। এই রেস যেতে না যেতেই আজ দুপুরবেলা নাগাদ কাঁপা জাগুলি রোডে মুখোমুখি ধাক্কা লাগে অটোর সাথে মারুতি ভ্যানএর। ঘটনায় আহত অবস্থায়  চালককে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে খবর পেয়ে ছুটে যায় বীজপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে ওই গাড়ি দুটো কে আটক করে থানায় নিয়ে আসে। কি কারনে ঘটনাটি ঘটলো তদন্ত করছে বীজপুর থানার পুলিশ।

No comments

করোনা হয়েছে গুজব ছড়াতেই, আতঙ্কে আত্মহত্যা যুবকের

নিউজ অনলাইন: করোনা হয়েছে ভুয়ো গুজব ছড়ানোয় আতঙ্কে আত্মহত্যা করল যুবক। মৃত যুবকের নাম রাকেশ দাস, বয়স ২৬ বছর। পেশায় আইসক্রিম ব্যবসা...