Recent comments

ads header

Breaking News

বীজপুর থানার এক অফিসারের তৎপরতায় বাড়ি ফিরল ভারসাম্যহীন বৃদ্ধা



স্বর্ণদ্বীপ সূত্রধর:  বারংবার ভালো কাজের ক্ষেত্রে বিজপুর থানার নাম উঠে আসে খবরের শিরোনামে। বিজপুর থানায় তৎপরতায় অনেক মানুষ ফিরে যান নিজের বাড়ী পেয়েছে তাদের নিজের পরিবারকে।
 আজ বীজপুর থানার সাব ইন্সপেক্টর কুন্তল মুখার্জি ডিউটি করার সময় এক বৃদ্ধাকে রাস্তায় ঘুরে বেড়াতে দেখতে পায় তিনি ওই বৃদ্ধা দিকে গাড়িতে তুলে তার বাড়ি খুঁজে বাড়িতে পৌঁছে দেন। নাম বাসন্তী সিংহ রায় বয়স 70 বাড়ি হালিশহর পূর্ব বারুইপাড়া লাল  স্কুলের বাসিন্দা বিকেল বেলা থেকে নিখোঁজ ছিল এই বৃদ্ধাটি বাড়ির লোক তার নিজের বাড়ির মানুষের কাছে পেয়ে অবশেষে চিন্তা মুক্ত হন এবং ওই বিজপুর থানার অফিসার কে অনেক ধন্যবাদ জানান।

No comments