টিএমসিপি এবং এবিভিপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল নৈহাটি আরবিসি কলেজ চত্বর
নিউজ অনলাইন : নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ সংলগ্ন পার্টি অফিস দখলকে কেন্দ্র করে এভিবিপি ও তৃণমূল ছাত্রপরিষদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এর ফলে কলেজের বাইরে টিএমসি-র বিরুদ্ধে ৫ রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। ফলে রণক্ষেত্রের চেহারা নেয় কলেজ চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে নৈহাটি থানার বিশাল পুলিশবাহিনি। এবিষয়ে কলেজের প্রিন্সিপাল সঞ্জীব সাহা বলেন, "কলেজের বাইরে কি হচ্ছে সেইটা আমার দেখার বিষয় নয়। এই সংঘর্ষ যাতে কোনো কারণে কলেজের ভিতর না ঢুকতে পারে তার জন্য পুলিশ ডাকতে বাধ্য হয়েছি। এই পরিস্থিতি রাজ্যের সমস্ত জায়গায়। একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই সমস্ত হওয়াটা কাম্য নয়।"
No comments