স্বাধীনতা দিবসের দিন দুর্গাপূজোর খুঁটি পূজো হল হালিশহর ত্রিপর্নের
সৌভিক সরকার: উত্তর ২৪ পরগণার হালিশহরের বাগমোড়ে ত্রিপর্ণ ক্লাবের খুঁটি পুজোর শুভ উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন ওই ক্লাব এর কর্ণধার প্রবীর সরকার ও কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান সুদামা রায় ও ভাইস-চেয়ারম্যান মাখন সিনহা, হালিশহর পৌরসভার কাউন্সিলর প্রণব লোহ, মৃত্যুঞ্জয় দাস, তৃণমূল নেত্রী আলো রানী সরকার রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য সমাজসেবী তৃণমূল নেতা সোনাই ঘোষ, রাজা সরকার ও এবং ত্রিপর্ণের সদস্যরা।
No comments