হাবড়ায় নিজের নাতনিকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার দাদু
নিউজ অনলাইন: হাবড়া থানার হিজলপুকুর ডনপাড়া এলাকার বাসিন্দা বছর ৭০ এর নীরদ অধিকারী গত সোমবার দুপুরে নিজের ১০ বছরের নাতনিকে যৌননির্যাতনের অভিযোগে গ্রেফতার।
চাইল্ডলাইন সুত্রে খবর, সোমবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় জোর পুর্বক যৌননির্যাতন করার সময় পাশের বাড়ি লোকজন দেখে ফেলে এর পর হাবড়া থানায় খবর দিলে পুলিশ যায়। অভিযুক্ত নিরদ অধিকারীকে আটক করলেও লিখিত অভিযোগ না থাকায় অভিযুক্তকে ছেড়ে দেয় পুলিশ। মঙ্গলবার হাবড়া চাইল্ডলাইন লিখিত অভিযোগ দায়ের করে। মঙ্গলবার রাতেই পুলিশ গ্রেফতার অভিযুক্ত নিরোদকে। বুধবার বারাসাত আদালতে পাঠানো হয় অভিযুক্তকে।
No comments