২৮তম ইন্টার রেলওয়ে আরপিএফ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়, ৪ - ০ গোলে জিতে ট্রফি পূর্ব রেলওয়ের ঘরে
নিউজ অনলাইন : আজ কাঁচরাপাড়ায় আরপিএফ গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়ে গেলো ২৮তম ইন্টার রেলওয়ে আরপিএফ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াদিল্লি রেলওয়ে বোর্ডের আরপিএফের ডিরেক্টর জেনারেল অরুন কুমার, এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন পূর্ব রেলওয়ের এজিএম সঞ্জয় সিংহ ঘেলোট, দক্ষিন পূর্ব রেলের ইন্সপেক্টর জেনারেল এস সি পারহি, পূর্ব রেলওয়ের ইন্সপেক্টর জেনারেল অম্বিকা নাথ মিশ্রা, পূর্ব রেলওয়ে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম প্রভাস দানসানা, পূর্ব রেলওয়ের কাঁচরাপাড়ার সিডাব্লএম প্রমোদ গুপ্তা এবং পূর্ব রেলওয়ে কাঁচরাপাড়া আরপিএফ এ সি জয়ন্ত রায়।
আজকের ফাইনাল খেলায় পূর্ব রেলওয়ে ও দক্ষিণ পূর্ব রেলওয়ের টিম ওঠে এবং খেলায় অংশগ্রহন করে, তবে খেলার শেষে দক্ষিণপূর্ব রেলওয়েকে ৪ গোল দিয়ে ট্রফি জিতে নিল পূর্ব রেলওয়ের টিম
No comments