হালিশহরে বিজেপির নির্মীয়মান দলীয় কার্যালয় ভেঙে দেওয়ার অভিযোগ উঠল হালিশহরের পুরপ্রধানের বিরুদ্ধে
সৌভিক সরকার: লোকসভা নির্বাচনের পর পার্টি অফিস ভাঙচুর লেগেই রয়েছে। আজ বিকেল চারটে নাগাদ হালিশহর ১৫ নম্বর ওয়ার্ডের একটি বিজেপি পার্টি অফিস নির্মাণ কাজ শুরু হয়েছিল। তার আগেই ভাঙচুরের অভিযোগ তুলে ধরলো বিজেপি কর্মীরা হালিশহর পৌরসভার চেয়ারম্যান অংশুমান রায়ের বিরুদ্ধে। অভিযোগ তার নেতৃত্বে দুষ্কৃতী দিয়ে তাদের পার্টি অফিস ভাঙচুর করা হয়। অপরদিকে হালিশহর পৌরসভার পৌর প্রধান অংশুমান রায় এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার অভিযোগ বেআইনিভাবে খাল বন্ধ করে নির্মাণকাজ চালাচ্ছিল বিজেপি। আমি দেখার পরই ওই কর্মীদের বলি কাজটা বন্ধ রাখার জন্য। তিনি আরো বলেন কি ভাবে বেআইনিভাবে নির্মাণ কাজ চলছে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন তিনি।
No comments