বিশ্ব পরিবেশ দিবস পালন কাটোয়ার শ্রীখণ্ডে
গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব বর্ধমান,৫ জুনঃ
৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস। বর্ধমান নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে কাটোয়ার শ্রীখন্ড জনস্বাস্থ্য সমিতির সহযোগিতায় বুধবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হল শ্রীখণ্ড জনস্বাস্থ্য সমিতিতে। সমিতির সকল সদস্যদের নিয়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। শুরু তে বক্তব্য রাখেন সমিতির সম্পাদক অমিয় রঞ্জন দে। তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে পরিবেশ দিবসের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এরপর বৃক্ষ রোপণ এর মাধ্যমে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস।
No comments