Recent comments

ads header

Breaking News

সন্দেশখালির ঘটনায় কালা দিবস পালিত হল বীজপুরে



নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় গতকাল কালা দিবস পালন করে মৌন মিছিল করল কাঁচরাপাড়া বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার বিজেপির সভাপতি ফাল্গুনী পাত্র জেলার সাধারণ সম্পাদক অরিন্দম দে, কাঁচরাপাড়া মন্ডলের সভাপতি সমর দাস ও মন্ডল সেক্রেটারি সোনু সিং। এছাড়াও অন্যান্য বিজেপি কর্মীরা এই মৌন মিছিলে যোগ দেয়। এই মৌন মিছিল গান্ধী মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত হয়।

No comments