রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি
নিউজ অনলাইন : ফের অশান্ত হয়ে উঠল সুন্দরবন । উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালীর ব্লক -১ এর ন্যাজাট থানার হাটগাছি গ্রামে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি কর্মীদের তুমুল সংঘর্ষ। বোমা গুলির লড়াই। নিহত কায়ুম মোল্লা নামে এক তৃণমূল কর্মী। গুরুতর জখম আরো তিন জন । অসমর্থিত সূত্রের খবর বিজেপিরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক । রাতের অন্ধকারেই নদীপথে আতঙ্কে গ্রাম ছাড়ছে সাধারণ মানুষ । বিজেপির নেতা সায়ন্তন বসুর দাবী তৃণমূল কংগ্রেসের পাল্টা হামলায় বিজেপির ৩ নেতার মৃত্যু হয়েছে। তাদের নাম সুকান্ত মন্ডল, তপন মন্ডল, প্রদীপ মন্ডল। নিখোঁজ আরো দুই বিজেপি নেতা ।
No comments