Recent comments

ads header

Breaking News

ভোটের আগে দমদম নাগের বাজারে কিভাবে টাকার লেনদেন হয়েছে,তার তথ্য প্রমান তুলে ধরে কমিশনের দ্বারস্থ হলো তৃণমূল


নিউজ অনলাইন : ভোটের আগে দমদম নাগের বাজারে কিভাবে টাকার লেনদেন হয়েছে,তার তথ্য প্রমান তুলে ধরে কমিশনের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস। নাগের বাজারে মুকুল রায় ও সমিক ভট্টাচার্যের গাড়ি ভাঙচুরের ফাহিতনায় একটি খাম পায় তৃণমূল কর্মীরা।রাস্তা থেকে তারা সেই খাম কুড়িয়ে পেয়েছে বলে দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের ।সেই খাম কে হাতিয়ার করেই কমিশনের দ্বারস্থ তারা।খাদ্যমন্ত্রীর আরো অভিযোগ,বিজেপি বামেদের ভোট  নিজেদের দিকে নেওয়ার জন্য কত টাকা পেমেন্ট করছে।সেখানে বিধান সভা ভিত্তিক হিসাব রয়েছে বলে দাবি খাদ্যমন্ত্রীর।একইসঙ্গে দমদম লোকসভায় কোন কোন তৃণ মূল কাউন্সিলর কে ও কর্মীকে গ্রেফতার করাতে হবে তার তালিকা রয়েছে বলে দাবি জ্যোতিপ্রিয় র।একই সঙ্গে কোন কোন বুথে ছাপ্পা হবে তালিকা রয়েছে তারও।পুরো খামে কামারহাটির বিধায়ক মানস মুখার্জীর নাম রয়েছে। এতেই বাম ও বিজেপির আঁতাতের  সম্ভবনা আছে,কমিশন কে জানানো হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী।

No comments