Recent comments

ads header

Breaking News

নরেন্দ্র মোদিকে মানহানির নোটিশ পাঠালো অভিষেক


নিউজ অনলাইন : তৃণমূল যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার নিজের উকিলকে দিয়ে মানহানির নোটিস পাঠালো নরেন্দ্র মোদিকে। প্রসঙ্গত ওই চিঠিতে লেখা আছে গত ১৫ই মে ডায়মন্ড হারবারের সভা থেকে মোদি অভিষেকের উদ্দেশ্যে কিছু মানহানিকর বক্তব্য পেশ করেছিল। সেই ব্যাপারেই এই উকিলের চিঠি পাঠানো হয়েছে। দেখুন কি লেখা আছে সেই চিঠিতে।




No comments