চারদিনের কীর্তন মহোৎসব রাজনগরে
উত্তম মণ্ডল, রাজনগর, বীরভূম: সুদূর বৃন্দাবন থেকে জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগর থানার নাকাশ গ্রামে এসেছিলেন সিদ্ধ বৈষ্ণব সাধক ভগবান দাস বাবাজী মহারাজ। তাঁর ১৮ তম তিরোধান তিথি উপলক্ষে তাঁর-ই প্রতিষ্ঠিত আশ্রম প্রাঙ্গণে গ্রামের মানুষের সহযোগিতায় গত ২১ তারিখ থেকে টানা চারদিন ধরে বাইরের একাধিক শিল্পীদের পরিবেশিত লীলা কীর্তনের আজ শেষ দিনে আয়োজিত হলো খিচুড়ি মহোৎসব। রাজনগর ছাড়াও পাশের রাজ্য ঝাড়খণ্ডের বেশ কয়েকটি গ্রামের মানুষ আজ হাজির ছিলেন এই কীর্তন মহোৎসবে।
No comments