কালনায় বহু বিজেপি কর্মী সমর্থকরা ঘরছাড়া, ঘরে ফেরানোর দাবিতে সরব বিজেপি
শ্যামল রায়, কালনা: ভোটের আগে কালনার বেশ কয়েকটি এলাকায় ঘরছাড়া বিজেপির কর্মী সমর্থকরা এখনো ঘরে ঢুকতে পারেননি।তার মধ্যেই ভোটের ফলাফল ঘোষনার পর থেকেই আরো বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক ভয়ে ঘরছাড়া হলেন বলে অভিযোগ তুললেন বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ।শুধু তাই নয় কালনার বেগপুর পন্চায়েত ও মেদগাছি এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের উপর ভয় ভীতি প্রদর্শণ সহ বাড়িঘর ও দোকান ভাঙচুরের অভিযোগ তোলেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।এই ঘটনার পরেই শণিবার বিজেপির একটি বিশেষ প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে যাবেন বলে জানান তিনি।যদিও এই ঘটনার কথা তৃণমূল নেতৃত্ব অস্বীকার করেছেন।
এই বিষয়ে বিজেপির বর্ধমান পূর্বের জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ জানান,‘ভোটের ফল ঘোষনার পরেই কালনার বেগপুর অন্চলের ঠাকুরপুকুর পাড়,ভগবতীতলায় ও মেদগাছিতে আমাদের কয়েকজন কর্মী সমর্থকদের বাড়িঘর ও দোকান ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা।তারা ভয়ে ঘরছাড়া হয়েছেন।আতঙ্কে তারা পুলিশকেও অভিযোগ জানাতে যেতে পারছেন না।কারণ পুলিশও তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিতে পারে।তাই আমরা শণিবার ওই এলাকা পরিদর্শনে গিয়ে তীব্র প্রতিবাদ সহ থানায় অভিযোগ জানাবো।যতক্ষন না দুষ্কৃতিদের গ্রেপ্তার করা হবে আমরা আন্দোলন চালিয়ে যাবো।’স্থানীয় বিজেপি নেতা সুদীপ্ত রায় বলেন,‘আমরা এর বিরুদ্ধে চরম পদক্ষেপ নেবো।জেলা নেতৃত্ব সহ কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টি তুলে ধরে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়ে ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরাবো।’এই বিষয়ে কালনা ১নং ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি উমাশংকর সিংহরায় জানান,‘বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।এর সঙ্গে কোনো বাস্তব সত্যতা নেই।’
No comments