সৌভিক সরকার: গোপন সূত্রে খবর পেয়ে বীজপুর থানার পুলিশ শনিবার উদ্ধার করল প্রচুর তাজা বোমা। কাঁচরাপাড়া সারদা পল্লী গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার হয়েছে বোমাগুলি। কে বা কারা এতগুলো বোমা মজুত করে রেখেছিল , কি কারণে মজুত রেখেছে তদন্ত করে দেখছে বীজপুর থানার পুলিশ। মোট ৩২টি বোমা উদ্ধার হয়।
No comments