তপনের একই পরিবারের ৫ জন হত্যাকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি তুললেন বিজেপি সাংসদ খগেন মুর্মু
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: তপনের একই পরিবারের ৫ জন হত্যাকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি তুললো বিজেপির এসসি এসটি মোর্চার রাজ্য সভাপতি তথা উত্তর মসলদার সাংসদ খগেন মুর্মু। বুধবার বালুরঘাট বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরেন খগেন বাবু। এরপর তপনের একই পরিবারের 5 জন হত্যাকাণ্ডের ঘটনায় তিনি রাজ্য সরকারের প্রশাসনের নিন্দা করে সঠিক তদন্তের দাবি তোলেন। তাঁর অভিযোগ তদন্ত না করেই তাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে পুলিশ প্রশাসন। সেখানে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন খগেন বাবু।
নির্বাচনী প্রতিশ্রুতি শ্বেতপত্র প্রকাশ করুক মমতা ব্যানার্জি বালুরঘাটে সাংবাদিক সম্মেলনে কটাক্ষ করে বললেন সাংসদ খগেন মুর্মু। বুধবার বালুরঘাট বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির এসসি এসটি মোর্চার রাজ্য সভাপতি তথা উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তিনি সাংবাদিক সম্মেলনে জানান মোদি জি তার নির্বাচনী প্রতিশ্রুতির খোলাচিঠি মানুষের মধ্যে বিতরণ করছেন, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি কোন শ্বেত পত্র প্রকাশ করেননি। তিনি জানান মুখ্যমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করুক। এছাড়াও আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের ১৬ টি এসসি এসটি সংরক্ষিত আসনের সব কটিতেই বিজেপির জয় হবে বলে তিনি দাবি করেন।
No comments