“আমরা দাদার অনুগামী” শুভেন্দু অধিকারীর ছবি সহ ব্যানার শিলিগুড়িতে
বিশ্বজিৎ সরকার, দার্জিলিং, নিউজ অনলাইন:
এইবার শহর শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর ছবি সহ ব্যানার। এবং সেই ব্যানারে লেখা রয়েছে “আমরা গর্বিত আমরা দাদার অনুগামী”। এদিন সকালে শহর শিলিগুড়িতে এই ব্যানার নজরে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। তবে কে বা কারা ব্যানার লাগিয়েছে তা স্পষ্ট নয় এখনও পর্যন্ত। উল্লেখ্য বিগত কয়েকদিন ধরেই শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর গুঞ্জন। এই বিষয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার বলেন যে আমাদের দল তৃণমূল কংগ্রেস এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। আমদের যারা রাজ্যের নেতত্ব রয়েছেন তাদের সম্পর্কে তাদের জিন্দাবাদ বলা তাদের ছবি লাগানো এই দীর্ঘ দিন ধরেই চলে আসছে। এইটা নতুন কিছু নয়। যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়নে কাজ করে চলেছেন। এবং বিভিন্ন দপ্তরের মন্ত্রী যারা রয়েছেন রাজ্যের তারা যেভাবে কাজ করছেন। সেইটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের কর্মীদের কাজ এই নিয়ে জলঘোলা করার কিছু নেই। কেউ যদি ব্যক্তিগত ভাবে কাজে প্রতি সমর্থন জানিয়ে কোন জায়গাতে কোন মন্ত্রীর বা নেতত্বের ব্যানার লাগায় এই পুজোর সময় শারদীয় শুভেচ্ছা জানায় তাতে কোন অন্যায়ের কিছু নেই। আর আমদের সমস্ত দল ঐক্যবদ্ধ সমস্ত নেতা কর্মী ঐক্যবদ্ধ। বাংলায় এই সাম্প্রদায়িক দল বিজেপির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছি। এবং সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে বিজেপিকে হারিয়ে পাঠাবো।
Hm
ReplyDelete