বোলপুরে বিধায়কের বাড়ির কিছুটা দূরে ক্লাব ঘরে বোমাবাজি, তদন্তে পুলিশ
রোহিত শেখ, নিউজ অনলাইন, বীরভূম: বোলপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জাম্বুনিতে বাড়ি দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশচন্দ্র বাউড়ির । তিনি বোলপুর পৌরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যানও ৷ তাঁর বাড়ির সামনে এদিন ভোররাতে বোমাবাজি করা হয় । সামনেই একটি ক্লাব রয়েছে । সেই ক্লাবের সামনেও বোমাবাজি হয় ৷ শহরের মধ্যে বোমাবাজির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । যদিও ভোররাতে বোমাবাজিক ঘটনা ঘটায় কারা এর সঙ্গে জড়িত তা নিয়ে ধন্দে পুলিশ ৷ যদিও পুরো বিয়টি নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা ৷যদিও দুবরাজপুরের বিধায়ক নরেশ চন্দ্র বাউড়ি বক্তব্য আমি সকালে বাড়ি থেকে বেরোনোর পর দেখি পুলিশ রয়েছে তাদেরকে জিজ্ঞেস করার পর জানতে পারি একটা ঘটনা ঘটেছে যদিও বোমাবাজি হয়নি এটা আতশবাজির জন্যেই হয়েছে। বিজেপির অভিযোগ এলাকায় বিভিন্ন জায়গায় তৃণমূল যে রকম বহু দূরে সরে যাচ্ছে ক্লাবঘর সেই একইভাবে ও বোমা মজুদ করা ছিল তার থেকেই বিস্ফোরণ হয়েছে । পুরো ঘটনার তদন্তে পুলিশ নেমেছে তাদের প্রাথমিক অনুমান আতশবাজি থেকেই এই ধরনের ঘটনা ঘটেছে।
No comments