Recent comments

ads header

Breaking News

পাঁশকুড়া ব্লকের মেছোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে সামাজিক ব্যবধান মেনে খুঁটি পূজোর সূচনা হল

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:  ঢাকে কাঠি পড়তে আর বেশী বাকি নেই।তবে করোনা আবহাওয়ায় অন্যান্য বছরের তুলনায় প্রস্তুতি পর্ব অনেকটাই ঢিমেতালে।তবে তারমধ্যেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব যে একেবারেই মাঠে মার যাবেনা তা পূজোকমিটির প্রস্তুতি দেখলেই সহজে অনুমেয়।করোনা ভীতিকে দূরে রেখেই দূর্গাপূজোর খুঁটি পূজোর সূচনা বেচকিছুদিন আগে থেকেই রাজ্যে শুরু হয়েছে।সামাজিক দূরত্ব মেনেই শুরু হয়েছে খুঁটি পূজোর সূচনা মঙ্গলবার পাঁশকুড়া ব্লকের মেছোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে সামাজিক ব্যবধান মেনে খুঁটি পূজোর সূচনা হল।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁশকড়া পৌরসভার পৌরপ্রধান নন্দকুমার মিশ্র।৩০ তম বর্ষে এবছর পদার্পন করছে মেছোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ী সমিতির এই দূর্গাপূজো।আজ খুঁটি পূজোর মাধ্যম দিয়ে আনুষ্ঠানিক সূচনা ঘটলো পূজোর।তবে এদিন খুঁটি পূজো উপলক্ষে ক্লাবকর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন করা হয় রক্তদান শিবিরের।এদিন প্রায় ৮০ জন রক্তদাতা রক্তদান করেন।এরপাশাপাশি সবুজ সুস্থ্য পৃথিবী গড়ার লক্ষে বৃক্ষদানের আয়োজন করা হয়।ক্লাবকর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।

No comments