অনুব্রত মণ্ডলের গড়ে গিয়ে চা দোকান খোলা পেলোনা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজনৈতিক তরজা
রোহিত সেখ, নিউজ অনলাইন, কীর্ণাহার বীরভূম: সকালে বোলপুরের বেসরকারি লজ থেকে বেরিয়ে বোলপুরের রবীন্দ্রবীথি রাস্তা প্রাতঃভ্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি বোলপুরের জামবুনি একটি চায়ের দোকানে তার চা-চক্র করার কথা থাকলেও দোকানগুলি কে হুমকি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি। পাশাপাশি তিনি জানান শোভন বাবু যে রাজনৈতিক বুদ্ধি আমরা কাজে লাগাবো এবং বিজেপি যেন লাভবান হয় সেই ভাবেই তাকে নিয়ে এগবো, তাছাড়াও তিনি জানান বীরভূমে রয়েছেন মনিরুল ইসলামকে লাভপুরে পাঠাচ্ছেন না কারণ প্রতি সপ্তাহে তার বিরুদ্ধে কেস দেওয়া হচ্ছে মনিরুল ইসলামকে ভয় পাচ্ছে তৃণমূল মনিরুল এলে তৃণমূলের লাভপুরের পাশা বলে যেতে পারে বলে দাবি দিলীপ ঘোষের তা ছাড়াও তিনি জানান রাজ্য কোন কিছু না বুঝেই সবকিছুতেই বিরোধিতা করে তারা তাই শিক্ষা নীতির বিরোধিতা করছে এটা পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারের ব্যর্থতা।
No comments