বড়সড় সাফল্য মিনাখাঁ থানার পুলিশের
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
মিনাখাঁ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গত ২৯ শে আগস্ট ভোরে মিনাখাঁ বামুনপুকুর ফেরিঘাট থেকে আজাহার তরফদার' নামের মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় পাঁচ লিটার নিষিদ্ধকরণ মাদক কোডইন মিকচার। ওই তরল মাদক কোথায় পেল ওই যুবক,কোথায় বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এইসব গোটা ব্যাপারে তদন্ত করার জন্য মিনাখাঁ থানার পুলিশ গত ২৯ শে আগস্ট ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বারাসত আদালতে পাঠায়। বিচারক চার দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে। পুলিশি হেফাজতে এনে ওই যুবককে তল্লাশি চালিয়ে মিনাখাঁ থানার পুলিশ বাইক পাচার চক্রের হদিস পায় এই আজাহার তরফদার এর কাছ থেকে। ধৃত ওই আজহার তরফদার মিনাখাঁর বিভিন্ন জায়গা থেকে বাইক চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করতো।তল্লাশি চালিয়ে চারদিনে মিনাখাঁ থানার বিভিন্ন জায়গা থেকে মোট আটটি বাইক উদ্ধার করে মিনাখাঁ থানার পুলিশ। ধৃত ওই আজহার তরফদার আরো নানা রকম অসামাজিক কর্মে যুক্ত আছে প্রাথমিক অনুমান পুলিশের। তাকে আজ আবার পুলিশি হেফাজতের আবেদন যে বারাসাত আদালতে পাঠায় মিনাখাঁ থানার পুলিশ।
No comments