বংশীহারি থানার নারায়নপুরে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা লরিতে আগুন
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: পেট্রোল পাম্প দাঁড়িয়ে থাকা লরিতে আগুন। পেট্রোল পাম্পের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা। দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার নারায়ণ পুরের ঘটনা। এদিন সন্ধ্যায় হঠাৎ করেই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা লরিতে আগুন ধরে যায়। কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি। তবে সময় মত পাম্পের কর্মীরা স্থানীয় বাসিন্দারা এবং দ্রুত ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন চলে আসায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হাত থেকে বেঁচেছে পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পে আগুন ছড়িয়ে পড়লে তা ভয়াবহ হতে পারত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গঙ্গারামপুর মহাকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল।
No comments