Recent comments

ads header

Breaking News

রাত পেরোলেই বিশ্বকর্মা পূজো, কিন্তু বাজারে সেভাবে দেখা নেই প্রতিমা ক্রেতাদের

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: আজ রাত পেরোলেই শিল্পের দেবতা বিশ্বকর্মার আগমন.  তথা দক্ষিণ দিনাজপুর জেলা তিন-চার দিন আগে থেকে ঠাকুরকে না থেকে শুরু করে বাজার করার ধুম লেগে যায়। কিন্তু এই বছর করোনাভাইরাস এর আবহে বালুরঘাটের মৃৎশিল্পীরা প্রতিমা বিক্রি করতে এসে মাছি তাড়াচ্ছে বললেই চলে। প্রতি বছর এই সময় বালুরঘাট বাজারে প্রতিমা কেনার জন্য ক্রেতাদের ভিড় লক্ষ করা যায় ভালই। কিন্তু এই বছর সেই রকম ভাবে ঠাকুর কিনতে আসা মানুষের দেখা পাওয়া যাচ্ছে না। আগামী দিনে কত মানুষ প্রতিমা কিনতে আসবে তাই নিয়েও সন্দিহান বিক্রেতারা। বাজারেযে দু'একজন ক্রেতারা ঠাকুর কিনতে আসছেন তারাও মূল দামের তুলনায় অনেক কম দামে ঠাকুর কিনছেন বলে জানালেন বিক্রেতারা। মাঝে মাত্র দুটি দিন বাকি এখনো খরিদদারদের সেই ভাবে দেখা না মেলায় চিন্তায় মগ্ন রয়েছেন বালুরঘাটে মৃৎশিল্পীরা।

No comments