শিলিগুড়ি মহকুমার বিজলিমুণিতে দুধ বোঝাই পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষ,আহত ২
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
শুক্রবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরে বিজলিমুণি এলাকায় দুধ বোঝাই পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষ। এই ঘটনায় আহত হন পিকআপ ভ্যানের চালক ও খালাসি। জানা গিয়েছে যে এদিন পিকআপ ভ্যানটি শিলিগুড়ি উদ্দেশ্যে যাচ্ছিল। এবং মাদাতি টোলগেটের সামনে বিজলিমুণি এলাকায় পিকআপ ভ্যানটি খারাপ হবার কারণে গাড়ির চালক রাস্তার পাশে গাড়িটি দাঁড় করায়। ঠিক সেই ইসলামপুরের দিক থেকে আসা একটি ভুট্টা বোঝাই ট্রাক পেছন থেকে স্বজরে ধাক্কা মেরে রাস্তার নীচে ঢুকিয়ে দেয়। এই দেখে তরীঘরী স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এবং খবর দেন পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ। এরপর দুটি গাড়িকে উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই পিকআপ ভ্যানের চালক ও খালাসির অবস্থা আশঙ্কাজনক। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।
No comments