Recent comments

ads header

Breaking News

রক্ত দিয়ে এক ছাত্রীর পাশে দাঁড়ালো আর এক ছাত্র

রোহিত সেখ, নিউজ অনলাইন, কীর্ণাহার, বীরভূম: রক্ত সংকটের মুখে বোলপুর মহকুমা হাসপাতাল। তড়িঘড়ি রক্ত দিয়ে জীবন বাঁচালো এক  স্কুল পড়ুয়া। হাসপাতাল ও এলাকা সূত্রে জানা গেছে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয় বছর ২২ এর লাভপুর ব্লকের ফিংতোর গ্রামের ব্রততী মাঝি। দীর্ঘদিন ধরে রক্ত সংকটে ভুগছিলেন।  একাধিক নার্সিংহোম সঙ্গে যোগাযোগ করলেও অর্থ সংকটের ফলে সেইভাবে নার্সিংহোমে ভর্তি হতে পারেননি। গতকাল বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়। কিন্তু সেই সময়ই রক্তের সংকট দেখা যায়।  জানাজানি হতেই বিষয়টি পৌঁছায় বোলপুর মহকুমারই এক বাসিন্দা শ্যামল মাঝির কাছে। সে তার এলাকার মানুষদের সঙ্গে যোগাযোগ করে। প্রসঙ্গত পেশায় প্রাইভেট টিউটর শ্যামল মাঝি বিষয়টি নিয়ে তার ছাত্রদের সাথে যোগাযোগ করলে, তার এক  ছাত্র বিদ্যুৎ কুমার দাস  তৎক্ষণাৎ রক্ত দিয়ে প্রাণ বাঁচায় লাভপুরের ওই বাসিন্দার। মানবিক নজির গড়লেন শ্যামল মাঝির এই পড়ুয়া। এই ঘটনায় খুশি রোগীর পরিবার সহ এলাকার বাসিন্দারা।

No comments