Recent comments

ads header

Breaking News

বাংলার পরিযায়ী শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে বালুরঘাটে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল কংগ্রেস

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বাংলার পরিযায়ী শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে বালুরঘাটে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল কংগ্রেস। বুধবার শহরের কংগ্রেস ভবন থেকে প্রতিবাদ মিছিল বের করে জেলাশাসক দপ্তরে আসে জেলা কংগ্রেস সহ পরিযায়ী শ্রমিকেরা। ১০০ দিনের কাজ সহ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত থাকায় জেলাশাসক দপ্তরের সামনে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায় পরিযায়ী শ্রমিক ও কংগ্রেসের কর্মীরা। এরপর জেলা শাসকের হাতে বিভিন্ন দাবির স্মারকলিপি তুলে দেয় জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব।
অল চিকি ভাষায় পঠন পাঠন চালু সহ দশ দফা দাবির ভিত্তিতে বালুরঘাটে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল আসেকা। বুধবার বালুরঘাট শহরে মিছিল করে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে আসে সাঁওতালি সংগঠন আসেকা। এরপর জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখিয়ে তারা ডেপুটেশন দেয় জেলা শাসকের কাছে। আসেকার জেলা সম্পাদক মদন মুর্মু জানান প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অলচিকি ভাষা পঠন-পাঠন চালুসহ অল চিকি ভাষার শিক্ষক নিয়োগ করার দাবিতে তারা এদিন ডেপুটেশন দেন। এছাড়াও তপশিলি জাতি শংসাপত্র নিয়ে যারা কাজ করছে সে বিষয়ে তদন্তের দাবি তোলেন তারা।

No comments