Recent comments

ads header

ব্যারাকপুর মহকুমায় উদ্বোধন হল চতুর্থ কোভিড হাসপাতাল

প্রতীকি ছবি

সৌভিক সরকার,নিউজ অনলাইন: 
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী এখনো আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর চব্বিশ পরগনা। জেলার পাঁচ মহকুমার মধ্যে শীর্ষে ব্যারাকপুর। তাই এই মহকুমায় কোভিড চিকিৎসার পরিষেবা স্বাভাবিক রাখতে চতুর্থ কোভিড হাসপাতালের উদ্বোধন হলো আজ। খড়দহ বলরাম সেবা মন্দির সেস্ট জেনারেল হাসপাতালকে সারি থেকে  পূর্ণ্য কোভিড হাসপাতালে রূপান্তরিত হলো। সোমবার হাসপাতালের উদ্বোধন করেন জেলা শাষক চৈতালি চক্রবর্ত্তী। এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা শাষক আবুল কালাম আজাদ ইসলাম। পুলিশ কমিশনার মনোজ ভার্মা, ডি সি সেন্ট্রাল আমনদ্বীপ, খড়দহ পৌরসভার পৌর প্রশাসক কাজল সিনহা সহ বিশিষ্ট চিকিৎসকরা। আশি বেডের এই সম্পূর্ণ কোভিড হাসপাতাল চালু হওয়ায় খুশী চিকিৎসক থেকে সাধারণ মানুষ।

No comments