বাংলার যুব শক্তি নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন রায়না বিধানসভার বিধায়ক নেপাল ঘোড়ুই
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: বাংলার যুব শক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য ২রা সেপ্টেম্বর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, রায়না বিধানসভার বিধায়ক নেপাল ঘোড়ুই। রায়না এক নম্বর ব্লকের, মাছখাণ্ডা, বেলসরের জনসভা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এদিনের সাংবাদিক বৈঠকে বিধায়ক নেপাল ঘোড়ুই ছাড়াও উপস্থিত ছিলেন, রায়না এক নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীপ দত্ত সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। জেলায় জেলায় তৃণমূল যুব কংগ্রেসের সংগঠনের খোলনলচে বদলে, মানুষের পাশে থেকে কাজে আরো সক্রিয়তা ও গতি বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুলাইয়ের শেষের দিকে তিনি একটি ভিডিও কনফারেন্সেও করেন জেলা কমিটি সহ, যুবনেতাদের নিয়ে। এবার যুব কেন্দ্রিক একটি সাংবাদিক বৈঠক করলেন, রায়নার বিধায়ক নেপাল ঘোড়ুই। সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি তার বক্তব্যে বলেন, "বাংলার যুবশক্তি কর্মসূচি কে এগিয়ে নিয়ে যেতে যুব যোদ্ধাদের আরো সক্রিয় হতে হবে, কেউ বিপদে পড়লে তার পাশে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, তিনি আরও বলেন সাধারণ মানুষের সাথে সেতুবন্ধনের কাজ করে সরকারের স্বাস্থ্যপরিসেবা সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করবে যুবশক্তি। যুবশক্তি কর্মসূচির রূপরেখা কেমন হবে তা সাংবাদিক বৈঠকে আরও বিশদে ব্যাখ্যাও করেন বিধায়ক নেপাল ঘোড়ুই"।
No comments