বোলপুরে নির্মীয়মান রিসোর্টে লাগানো হল সরকারি নোটিস
রোহিত সেখ, নিউজ অনলাইন,কীর্ণাহার, বীরভূম: সরকারি সেচ ক্যানেল বুজিয়ে রিসোর্ট তৈরির অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মীর বিরুদ্ধে, পাল্টা আদিবাসী যুবকের বিরুদ্ধে তিন লক্ষ টাকার কাঠ মানির অভিযোগ করেছিলেন নির্মাণকারী রিসোর্ট। এই নিয়ে দুই পক্ষই থানায় দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ করেছিল একে অপরের বিরুদ্ধে এই ঘটনায় গতকাল আদিবাসী গাঁওতা লোকজন এসে চরকা বেঁধে দেয় আজ সকালে বোলপুরের ভূমি ও রাজস্ব আধিকারিক সঞ্জয় রায় ও আড়াই অফিসার ও পঞ্চায়েতের আধিকারিকরা এসে নির্মাণকারী রিসোর্টের চারদিকে ঘুরে দেখেন রিসোর্ট মালিক এদিন অনুপস্থিত থাকায় তার মায়ের উপস্থিতিতে নির্মাণকারী রিসোর্টের জায়গায় একটি নোটিশ সাটানো হল। নির্মাণ রিসোর্টের যে কাগজপত্র রয়েছে সেটা নিয়ে পঞ্চায়েত অফিস অফিসে যোগাযোগ করতে। সঠিক কাগজপত্র না থাকলে সেটা ভেঙে দেওয়া হবে। বোলপুরের ভূমি ও রাজস্ব আধিকারিক এর বক্তব্য আমরা নির্মাণকারী রিসোর্টে এসেছিলাম চারদিকে ঘুরে দেখলাম রিসোর্ট এর মালিক কে বারবার ফোন করা হলেও তিনি আসেননি তাই তার মায়ের উপস্থিতিতেই একটা নোটিশ দেওয়া হল। নির্মাণকারী রিসোর্ট মালিকের মা এর বক্তব্য আমার জায়গা বাদ দিয়ে যদি সরকারি জায়গার ওপর আমার রিসোর্ট হয়ে থাকে আইন অনুযায়ী সেটা তার মত করে ব্যবস্থা করবেন।
No comments