Recent comments

ads header

Breaking News

সেবকের কাছে জাতীয় সড়কে ধস,বন্ধ শিলিগুড়ির সঙ্গে সিকিম,কালিম্পং ও ডুয়ার্সের সড়ক যোগাযোগ

বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন: 
টানা দুদিনের প্রবল বর্ষণে কারণে শিলিগুড়ির অদৃরে সেবকের কালীবাড়ির কাছে জাতীয় সড়কে ধস নামে। যার ফলে এদিন সকাল থেকেই শিলিগুড়ির সঙ্গে সিকিম, কালিম্পং ও ডুয়ার্সের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এবং জাতীয় সড়কে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। সৃষ্টি হয় ব্যাপক যানযটের। এরপর ধস সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে তৎপর হয় প্রশাসন। এবং দুটি JCB দিয়ে ধস সড়ানোর কাজ শুরু করেন। এছাড়াও কালিম্পং এর পার্বত্য এলাকার বেশ কয়েকটি জায়গায় ধস নামার খবর পাওয়া গিয়েছে।

No comments