ডিজে বন্ধ করতে রবীন্দ্র সংগীত গানের ব্যবস্থা বোলপুরের ১৪ নম্বর ওয়ার্ডে
রোহিত সেখ, নিউজ অনলাইন, কীর্ণাহার, বীরভূম: সাধারণ মানুষের মনে জাতীয়তাবাদকে উদ্বুদ্ধ করতে এক অভিনব পদ্ধতি অবলম্বন করল বোলপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড। পাড়ার বিভিন্ন জায়গায় বেশকিছু বক্স বসানো হয়েছে দিনের একটি নির্দিষ্ট সময় সেখান থেকে ভারতের জাতীয় সংগীত ইনস্ট্রুমেন্টাল বাজানো হবে। তার সাথে বিভিন্ন মনীষীদের জন্ম দিনে ও প্রয়াণ দিবসে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এছাড়াও রবীন্দ্র সঙ্গীত শ্যামা সংগীত নজরুল গীতি সহ পুরনো দিনের বাংলা আধুনিক গান বাজানো হবে বক্স এর মাধ্যমে। দিনের শুরু হবে সংগীতের মধ্য দিয়ে। তার ফলে ওয়ার্ডের পরিবেশ ও সকলের মন ভালো থাকবে। এমনটাই মনে করছেন ওয়ার্ডের কাউন্সিলর পর্ণা ঘোষ।এই অভিনব উদ্যোগ এর মূল উদ্যোক্তা বীরভূম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা বীরভূম ক্রীড়া পরিষদের সভাপতি সুদিপ্ত ঘোষ। ওয়ার্ডে এই পরিবেশ অত্যন্ত মনোরম হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
No comments