৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে CPI(M) কাঁচরাপাড়া এরিয়া কমিটির উদ্যোগে কাঁচরাপাড়ার বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়
নিউজ অনলাইন: ৭৪ তম স্বাধীনতা দিবসে আজ CPI(M), কাঁচরাপাড়া এরিয়া কমিটির উদ্যোগে শাখা গত ভাবে সারা শহর জুড়ে বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলন এবং পার্টীর রক্ত পতাকা উত্তোলন করা হয়।
১) ইউনাইটেড ক্লাব, ইটখোলা।
২) জোনপুর হাইরোড মোড়।
৩) সুবোধ রায় সরণি, কালীনগর রোড।
৪) লক্ষ্মী সিনেমা মোড়।
৫) মানিকতলা জলের ট্যাঙ্ক।
৬) কলেজ মোড়।
৭) জোড়া মন্দির।
৮) মিলন নগর বাসস্ট্যান্ড।
৮) অফিস প্লট, শহীদ নগর।
৯) ওয়ার্কশপ রোড, সতীশ নন্দী রোডের সম্মুখে।
১০) চৌমাথা পার্টী অফিস, হালিসহর।
এছাড়াও পৃথকভাবে DYFI, কাঁচরাপাড়া লোকাল কমিটি লেনিন সরণিস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।
এবং SFI, কাঁচরাপাড়া লোকাল কমিটি, প্রবাহ ক্লাবের উদ্যোগে কাঁচরাপাড়ায় জাতীয় পতাকা উত্তোলন এবং সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।
No comments