আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দুই ব্যক্তির মৃত্যু, নড়েচড়ে বসল তাম্রলিপ্ত পৌরসভা, আগামী সোমবার থেকে রবিবার পর্যন্ত টানা সাতদিন সম্পূর্ণ লকডাউন
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
তাম্রলিপ্ত পৌরসভায় ব্যবসায়ী সমিতি ও পৌর এলাকার ক্লাব গুলোকে নিয়ে জরুরি বৈঠক হলো বৃহস্পতিবার বিকেলে। বৈঠকে উপস্থিত পৌরসভার প্রশাসক রবীন্দ্রনাথ সেন, প্রতিটি ওয়ার্ডের কো-অডিনেটররা উপস্থিত ছিলেন। আগামী দিনে কিভাবে এলাকা লকডাউন থাকবে সেই বিষয় নিয়ে জরুরী বৈঠক। গতকাল পর্যন্ত তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় ৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। দিন দিন যেভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ। তাতে করে যেমন উদ্বিগ্ন বাড়ছে প্রশাসনের তেমনি আতঙ্ক বাড়ছে শহরবাসীর। বৈঠকে এ সিদ্ধান্ত হয় আগামীকাল শুক্রবার এবং রবিবার তমলুক পৌর এলাকায় সমস্ত দোকানপাট খোলা থাকবে। আগামী সোমবার থেকে রবিবার পর্যন্ত সাত দিন সম্পূর্ণ লকডাউন থাকবে।
No comments