Recent comments

ads header

Breaking News

বাস ভাড়া বেশি নেওয়ায় যাত্রীদের ক্ষোভ

সৌভিক সরকার, নিউজ অনলাইন: 
বনগাঁ থেকে দক্ষিণেশ্বর বাসের ভাড়া বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের ক্ষোভ।ন্যায্য  রেট  চার্ট থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে  যাত্রীদের কাছ থেকে। রাজ্য সরকার বার বার ঘোষণা করছে যে বাসের ভাড়া বাড়ানো যাবে না। রাজ্য সরকারের কথা অমান্য করে বাস মালিকরা নিজেরাই ভাড়া বাড়াচ্ছে বলে দাবী তুলছেন যাত্রীরা। যাত্রীদের কাছ থেকে এক এক দিন এক এক রকমই ভাড়া নেওয়া হচ্ছে। তৃণমূল নেতা ও আই এনটি টিইউ সি  (I.N.T.T.U.C )জেলা সভাপতি তাপস দাসগুপ্ত মেনে নেন  যে DN.44 বাসের মালিকরা বেআইনিভাবে ভাড়া বৃদ্ধি করছে। তিনি বিষয়টি যাত্রীস্বার্থে গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও আশ্বস্ত করেছেন।
 উল্লেখ্য,  বাস মালিকরা ভাড়া যাতে না বাড়ায় সেই কারণে রাজ্য সরকার ট্যাক্স এবং পারমিট ফ্রি করেছেন। তেলের দাম বৃদ্ধি পাওয়াতে বাস ভাড়া বাড়িয়েছে বাসের মালিকরা। কিন্তু অনেকক্ষেত্রেই প্যাসেঞ্জারের কাছ থেকেই ন্যূনতম 10 টাকার বেশি ভাড়া নেওয়া হচ্ছে। প্রশ্ন  উঠছে যে, রাজ্য সরকারের কথা অমান্য করে ভাড়া বাড়িয়েছে বাস মালিকরা তাহলে কি রাজ্য সরকারের ওপর ভরসা রাখতে পারছেন না বাস মালিকরা?

No comments