সিপিআইএম এর পক্ষ থেকে ভারত ছাড়ো আন্দোলনের ৭৮ বছর পূর্তি উপলক্ষে বর্ধমানের সেহারা বাজারে অনুষ্ঠিত হল পথসভা
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একটি পথসভা অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার সেহারাবাজারে। সিপিআইএম এর পক্ষ থেকে ভারতছাড়ো আন্দোলনের ৭৮ বছর পূর্তি উপলক্ষে জাতীয় সম্প্রীতি দিবস পালনের সাথে সাথে কিছু কেমন দাবি-দাওয়া নিয়ে অনুষ্ঠিত হয় বামফ্রন্ট দলের পক্ষ থেকে উক্ত ওই পথসভা। পথসভায় বিভিন্ন দাবিদাওয়াগুলোর মধ্যে ছিল, ৬মাসের জন্য প্রত্যেককে মাসে ১০ কেজি করে খাদ্যশস্য বিনামূল্যে দিতে হবে, আয়কর দেন না এমন সব পরিবারকে প্রতিমাসে ৭৫০০ টাকা করে দিতে হবে, বর্ধিত মজুরি সহ ২০০ দিনের কাজ দিতে হবে, কর্মহীন দের বেকার ভাতা দিতে হবে, রাষ্ট্রায়ত্ত শিল্প বেচাকেনা বন্ধ করতে হবে, বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে, তিন মাসের ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মুকুব করতে হবে ইত্যাদি। পথসভায় নেতৃত্ব দেন, খণ্ডঘোষ থেকে কমরেড অসীমা, এরিয়া কমিটির সম্পাদক কওশের আলী, এরিয়া কমিটির সদস্য কমরেড চন্দ্রনাথ সহ অন্যান্য আরো অনেকে।
No comments