এবার বনগাঁ হাসপাতালের মানবিক রূপ দেখল মানুষ
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
কিছুদিন আগে বনগাঁ হসপিটালের অমানবিক রূপ দেখেছিল রাজ্য বাসি। স্বাস্থ্যকর্মীদের গাফিলতির অভিযোগে কাঠগড়ায় উঠেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তার কিছুদিনের মাথায় ব্যতিক্রম দেখা গেল হাসপাতালে। ডাক্তার বাবুদের তৎপরতায় ছেলেকে ফিরে পেল বনগাঁর পাল পরিবার। হাসপাতাল সূত্রে জানাগিয়েছে, জুলাই মাসের ১৭ তারিখে বনগাঁ রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা ভাস্কর পাল নামের এক ব্যক্তি ভর্তি হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। অগ্নিদগ্ধ হয়ে তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। এতো পোড়া রোগী চিকিৎসার মতো পরিকাঠামো না থালায় তাকে কলকাতায় স্থানান্তরিত করে ডাক্তার বাবু। কিন্তু লকডাউনে মধ্যে ভাস্কর পালের বাবার তাকে কলকাতায় নিয়ে যাওয়ার সামর্থ্য ছিল না। হাসপাতাল সুপারের কাছে সেই কথা জানয়ায় রোগীর পরিবার। পরিবারের আর্তনাদ শুনে এগিয়ে আসে বনগাঁ হাসপাতালের সুপার ডাক্তার শংকর প্রসাদ মাহাতো এবং ডাক্তার স্বাগত দাস। তারা নিজেদের দায়িত্বে তার চিকিৎসা শুরু করেন এবং প্রায় দেড় মাস ধরে তার চিকিৎসা হয়। তাদের প্রচেষ্টায় ভাস্কর এখন অনেকটা সুস্থ। আজ থেকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে পরিবারকে জানানো হয়েছে, কোন রকম অসুবিধা হলে নির্দ্বিধায় হাসপাতালে সঙ্গে যোগাযোগ করতে। হাসপাতালে এহেন উদ্যোগে খুশি রোগীর পরিবার। তারা ধন্যবাদ জানিয়েছেন বনগাঁ হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের।
No comments