Recent comments

ads header

Breaking News

কলকাতার চিত্র এবার তমলুকে, এম্বুল্যান্সের মধ্যেই মৃত্যু করোনা রোগীর, এমনই অভিযোগ রোগীর পরিবারের

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:  
 শনিবার  পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার গোগ্রাসের বাসিন্দা ঐ ব্যক্তিকে জ্বর অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি করে অসুস্থ ঐ ব্যক্তির পরিবারের সদস্যরা।  রাতে হঠাৎ তাদের জানানো হয় রোগী করোনা পজিটিভ ,অতএব রোগীকে পাঁশকুড়ার মেচগ্রামের বড়মা করোনা হাসপাতালে নিয়ে যেতে হবে। রোগীর বাড়ির লোকরা রাতেই বড়মা হাসপাতালে নিয়ে গেলে আইসিইউ তে বেড খালি নেই বলে ফিরিয়ে দেয় এবং বলেন চন্ডীপুরে করোনা হাসপাতালে নিয়ে যেতে।  চন্ডীপুর যাওয়ার পথে তমলুকের কাছে ঐ ব্যক্তির এম্বুলেন্সের মধ্যে মারা যান।  পরিবারের লোকরা মৃত ঐ ব্যক্তিকে আবারও তমলুক হাসপাতালে নিয়ে এলে, হাসপাতাল ঐ ব্যক্তির দেহ প্রথমে নিতে চায়নি পরে তমলুক থানার চেষ্টায় দেহ নিলেও তমলুক হাসপাতালের ইমার্জেন্সির সামনে অনেকক্ষণ পড়ে থাকে।  পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখার পর তড়িঘড়ি দেহ হাসপাতালের মর্গে পাঠায়।  মৃতের মেয়ের অভিযোগ হাসপাতালের কতৃপক্ষ তাদের কে কিছুই তথ্য দেয়নি, শুধু মুখে মুখে তাদের বলা হয়েছে।

No comments