Recent comments

ads header

Breaking News

টানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠল রূপনারায়ন, প্লাবিত হল পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:কোলাঘাটের বাবুয়া গ্রামে ফের ফাটল রূপনারায়ন নদের তীর।সকাল থেকে নদীতে ব্যপক জোয়ার ও অন্যদিকে বৃষ্টিপাতের ফলে বাবুয়া গ্রামে নদীর পাড়ে প্রায় ১০ থেকে ১২ ফুট এলাকা জুড়ে ফাটল দেখাদেয়।ফলে রীতিমতো চিন্তারভাঁজ গ্রামবাসীদের।গ্রামবাসীদের অভিযোগ কৌশিকি অমবস্যার কারনে নদীর জোয়ারের তীব্রতা ছিলো যথেষ্ট।তবে সকালে বৃষ্টিপাত  ও জোয়ারের তীব্রতা থাকার ফলে ১০ ফুটের বেশী এলাকা জুড়ে ফাটল দেখা দেয়।গ্রামবাসীদের অভিযোগ রাতে জোয়ারের তীব্রতা আরো বাড়ার সম্ভবনা।এরফলে বিপদের আশঙ্কা দেখাদিতেপারে।ঘটনাস্থলে আসে কোলাঘাট ব্লকের বিডিও মদন মন্ডল,এছাড়াও আসেন জেলাপরিষদের কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র।গ্রামবাসীদের বক্তব্য অবিলম্বে প্রশাসনকে উদ্যোগ নিয়ে কংক্রিটের বাঁধ তৈরী করতে হবে।বেশকয়েক বছর ধরে এই এলাকায় বাঁধ বসে যায়।আতঙ্কে থাকে গ্রামবাসীরা।পাশাপাশি এদিন কোলাঘাট কোল্ডস্টরেজ এলাকায় নদীর জল উপচে পড়ে দোকান ও বাড়িতে জল প্রবেশ করে।রাস্তায় প্রায় হাঁটুজল জমে যায়।ফলে রীতিমতো চিন্তায় গ্রামবাসীরা।

No comments